ইচ্ছে হোলো

ইচ্ছে হোলো নাম না জানা লালচে ফুল

খোলা হাওয়ায় উড়ছে তার খোলা চুল

ইচ্ছে হোলো শীতের শেষে প্রথম পাতা

যুদ্ধ করে নতুন করে বাঁচতে শেখা

ইচ্ছে হোলো তীস্তানদীর পাগলা জল

আজব নেশায় চলছে ছুটে টলমল

ইচ্ছে হোলো কাঁদতে কাঁদতে হাসতে শেখা

মনের ভেতর ইচ্ছেগুলো চাগিয়ে দেওয়া

ইচ্ছে হোলো ক্লাসের মাঝে ছোট্ট ঘুম

মাঝরাত্তিরে পিঙ ফ্লয়েড আর ধোঁয়াটে রুম

ইচ্ছে হোলো কচুপাতায় শিশির-ফোঁটা

ইচ্ছে-ঘোড়ার পাগলামি আর অবাধ ছোটা

ইচ্ছে হোলো রাত্রি শেষে নতুন ভোর

জীবনপথে খুঁজে পাওয়া অচীন মোড়

ইচ্ছে হোলো বব ডীলান বা জন লেননের একটা গান

অচীন পাড়ার গ্রাম্য চাষীর কাস্তে শান

ইচ্ছে হোলো অচীন মেয়েটার মুক্ত হাসি

মনের থেকে বলতে চাওয়া, ‘ভালোবাসি’

ইচ্ছে হোলো পুরোনো সেই রঙীন স্বপ্ন

সবাই মিলে গড়ব তুলে নতুন বিশ্ব

ইচ্ছে হোলো ...